সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১০ পিএম, ২১ জুলাই, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে  সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে, গত সোমবার (১৯জুলাই) বিকেলে পাড়াকাটা গ্রামের কিশোররা দু’ভাগে ভাগ হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয় পরাজয় নিয়ে ওই দিন উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। 

এরই সূত্র ধরে আজ বুধবার সকালে পাড়াকাটা গ্রামের স্বপন গাইনের ছেলে সজল গাইন (১৭) এর সাথে আজাহার মল্লিকের ছেলে জামাল মল্লিকের (৩৮) কথা কাটাকাটি হয়। এরপর দু’দল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রায় ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত রিফাত শেখ (১৮), জগদিশ ফলিয়া (৭০) ফায়জুল মল্লিক(২২), মৃদুল গাইন (৩২), শিবনাথ (৬৫), রুস্তুম মল্লিক(৬৪), বাবুল মল্লিক (২৮), ইমন হালদার (১৫), নুরেআলাম (১৫), নান্নু মল্লিক (৩৫), জসিম মোল্লা (৩৫), রনি মোল্লা (১৩), গবিন্দ গাইন (৩২), আশুদেব গাইন(২৯), তনময় গাই (৩৫) শুশান্ত গাইন(৩৯), উজ্জল গাইন (১৭), সজিব ফলিয়া(২১), নিখিল গাইন (৪১), রসময় গাইন (৪০), তরিকুল মোল্লা (১৭), রহিমা বেগম (৫৫), নাদেম মোল্লা (১৭) ,বিধান গাইন (৩০), নিমচঁাদ (৬০),কৌশিক গাইন (১৭), প্রদীপ গাইন (৫৫), জয় গাইন (১৫), অনিমেশ ফলিয়া (১৫) , সম্রাট গাইন (১৫), সুজিৎ গাইন (২১), বিষ্ণু গাইন (৩৫) ও ভাঙ্গারহাট নৌতদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ, কনস্টেবল মহাসীন গাজী, মাহাবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকেই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/সুশান্ত/ব 

সারাবাংলা বিভাগের আরো খবর