সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে দগ্ধ পরিবারের যুবকের মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১০ মার্চ, ২০২১

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর পাঁচজন।

মারা যাওয়া ওই যুবকের নাম মো. মিশাল (২৬)। তিনি হোসিয়ারি কারখানায় কাজ করতেন। তার বাবার নাম আলমগীর হোসেন।

চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন নিহত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের শিশু মিনহাজ, মিশালের চাচাতো ভাই মো. মাহফুজ (১৩) ও ফুপাতো ভাই সাব্বির হোসেন (১৫)।

নিহত মিশালের মামাশ্বশুর মোহাম্মদ আবদুল বলেন, ভোরে মিশাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। মিশালের স্ত্রীসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম মাসদাইর শেরেবাংলা লিংক রোডের ছায়াবীথি আবাসিক এলাকার সৌদি প্রবাসী আকবরের হাজি ভিলায় এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে উড়ে গেছে ফ্ল্যাটের কাঠের একাধিক দরজা ও লোহার জানালা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

একুশেসংবাদ/অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর