সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নতুন বালিশ কাণ্ডের সাক্ষী হতে যাচ্ছে রাবি

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৩৬ এএম, ৩১ জানুয়ারি, ২০২৪

দেশজুড়ে বালিশ কাণ্ডে সমালোচিত ঠিকাদার প্রতিষ্ঠানই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনাকবলিত নির্মাণাধীন ভবনের কাজ পেয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সেই ভবনটি ধসের পর প্রশ্ন উঠেছে তাদের কাজের মান নিয়ে। সেই সাথে দুর্ঘটনার পর থেকে আতঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নিয়ম না মেনে কাজ করায় দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানালেও এ নিয়ে কথা বলেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আগের উপাচার্যের আমলে কাজ পেয়েছে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান।

মঙ্গলবার ঘড়ির কাটায় দুপুর ১২টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মানাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ছাদ ধসে পড়ে আহত হন নয় শ্রমিক। ঘটনার পরপরই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। সেই সাথে বালিশ কাণ্ডে সমালোচিত প্রতিষ্ঠান কাজ পাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে।

তবে কাজে অনিয়মের বিষয়ে কথা বলতে রাজি হননি বালিশ কাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ কন্সট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার তওফিক ক্যামেরা দেখেই পালিয়ে যান।  

রাজশাহী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, সঠিক নিয়মে কাজ না করায় বার বার দুর্ঘটনা ঘটছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডের দাবি, বালিশ কাণ্ডের সাথে জড়িত প্রতিষ্ঠান কাজ পেয়েছে আগের উপাচার্যের আমলে, বর্তমান প্রশাসন দায়ী নয়।

এর আগেও দুইটি নির্মানাধীন ভবনে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সে সব দুর্ঘটনায় নিহত হন এক ছাত্রসহ দুই শ্রমিক।


একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা 
 

ক্যাম্পাস বিভাগের আরো খবর