সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১১ এপ্রিল, ২০২২
ছবি: একুশে সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রাসেল হলের প্রভোষ্ট ও একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারি অধ্যাপক মো: ফায়েকুজ্জামান মিয়াকে লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষকবৃন্দ।

সোমবার (১১এপ্রিল) দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের  সামনে শিক্ষকরা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকগণ হল প্রভোস্ট ফায়েকুজ্জামান মিয়ার সাথে অশোভন আচরণের তীব্র নিন্দা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

প্রসঙ্গত, হলের সিট দখল ও হল প্রভোস্টের সাথে অশোভন আচরণকে কেন্দ্র করে গত মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২.৪৫ থেকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় ২ টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করে।

এছাড়াও, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হল গুলো বর্ধিতকরণ কার্যক্রম নির্মাণাধীন রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে আবাসন সমস্যার সমাধান হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও এ আবাসন সংকটের ভিতর ভিন্ন ভিন্ন ছাত্রনেতার হলে সিট দখল করে আধিপত্য বিস্তারের ঘটনা প্রায়সই হয়ে থাকে।


একুশে সংবাদ/মোস্তাফিজুর/এইচ আই 

ক্যাম্পাস বিভাগের আরো খবর