সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লকডাউন বৃদ্ধি পেলে সাত কলেজের পরিক্ষা অনলাইনে

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২ আগস্ট, ২০২১

চলমান লকডাউন আরো বৃদ্ধি পেলে অনলাইনে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে। রোববার (১ আগস্ট) ফেসবুকের একটি অনুষ্ঠানের আলোচনায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
 
সেলিম উল্লাহ বলেন, লকডাউন বৃদ্ধি পেলে আমরা অনলাইনে পরীক্ষা নিয়ে নিব। যাদের অনলাইনে পরীক্ষা দেয়ার সামর্থ্য থাকবে না তারা পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সরাসরি পরীক্ষা দিতে পারবে। 

এছাড়াও তিনি বলেন, অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমতি রয়েছে। যেভাবে সম্ভব আমরা দ্রুত পরীক্ষাগুলো নিয়ে নিব।


একুশে সংবাদ/হুমায়ুন/প

ক্যাম্পাস বিভাগের আরো খবর