সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিষধর কোবরার সাথে কমোডো ড্রাগনের তুমুল লড়াই

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪০ পিএম, ৮ নভেম্বর, ২০২২

সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম ভিডিও দেখতে পাওয়া যায়। তার মধ্যে অনেক জন্তু জানোয়ারের ভিডিও আছে। আসলে এখন বন্যজীবন সাধারণ মানুষের থেকে এত দূরে সরে গেছে যে সেসব দেখার সুযোগ কেউই পান না।

 

সেইজন্যই এই ধরনের ভিডিও সবার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। সেইরকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে একটি কমোডর ড্রাগন আর একটি কিং কোবরা কে লড়াই করতে দেখা গেছে।

 

আই ভি এম রেপটাইল স্টোরি নামের একটা ইউটিউব চ্যানেল থেকেই এই ভিডিও আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৭০ হাজার মানুষ এটি দেখেছেন। অসংখ্য মানুষ লাইক করেছেন। জানা গেছে এটি পশ্চিম অস্ট্রেলিয়ার একটা দ্বীপের ঘটনা।

 

ভিডিওতে দেখা যাচ্ছে একটা কমোডর ড্রাগন আর একটা কিং কোবরা একে অন্যের দিকে এগিয়ে যাচ্ছে। সামনাসামনি হলে দুটো বিষাক্ত সরিসৃপ একে অন্যকে জরিপ করতে থাকে।

 

তারপর হঠাৎ ড্রাগন সাপটিকে মুখে নিয়ে ঝাঁকাতে থাকে। আসলে কমোডর ড্রাগন এইভাবেই শিকার করে। তাদের ধারালো দাঁতে অসম্ভব জোর আছে। অন্যদিকে তাদের জিভে থাকে তীব্র বিষ। এই কারণে কমোডর ড্রাগন খুবই বিপজ্জনক একটি জন্তু বলে বিখ্যাত। আস্তে আস্তে ড্রাগন সাপটিকে মুখে নিয়ে জলে নেমে যায়।

একুশে সংবাদ/ ক.প্র/ রখ

পর্যটন বিভাগের আরো খবর