সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

যুব বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে জিততেই আসরের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে পাকিস্তান। বাংলাদেশ জিতলেও সেরা চারে পৌঁছাবে। তবে এর জন্য নানা সমীকরণ মিলাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে সুপার সিক্সের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। আর খেলা দেখাবে স্টার স্পোর্টস-১। এছাড়াও আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ দেখা যাবে খেলাটি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহফুজুর রহমান রাব্বি। এতে আগে ব্যাটিং করবে পাকিস্তান।এবারের যুব বিশ্বকাপে এরই মধ্যে আসরের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তিনটি দল। দলগুলো হলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। শেষ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার পথে আছে বাংলাদেশ ও পাকিস্তান।

এদিকে টুর্নামেন্টটির ১৫তম আসরের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ই যথেষ্ট পাকিস্তান যুবাদের। তবে বাংলাদেশের সমীকরণ একটু জটিল। আগে ব্যাটিং করলে বাংলাদেশের যুবারা যদি ২৫০ বা এর চেয়ে কম রান করে সেক্ষেত্রে ম্যাচ জিততে হবে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে। আর যদি ২৫০ রান করে সেক্ষেত্রে জয় পেতে হবে ৫১ রানে।

যদি পাকিস্তান আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮-৪০ ওভারের মধ্যে। আর বাংলাদেশকে যদি পাকিস্তান ৩০০ রানের লক্ষ্য দেয়, সেটি তাড়া করতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে। এছাড়া পাকিস্তান ২৫০ রান করলে সেটি টপকে যেতে হবে ৩৯ ওভারে।

পাকিস্তানের রান ২০০ এর মধ্যে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারে। তবে এতসব সমীকরণ মিলিয়ে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারলো কিনা, সেটা দেখতে অবশ্য একটু অপেক্ষা করতেই হচ্ছে।

একুশে সংবাদ/এস কে

খেলাধুলা বিভাগের আরো খবর