সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দক্ষিন আফ্রিকা অনুর্ধ-১৯ সিরিজ খুলনা ও রাজশাহীতে

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২৭ পিএম, ৩১ মে, ২০২৩

সফরকারী দক্ষিন আফ্রিকার অনুর্ধ-১৯ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সফরে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার যুবারা।

 

সর্বশেষ ২০১৫ সালের দ্বিতীয়বারের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে  দক্ষিণ আফ্রিকা যুব ক্রিকেট দল।

 

আগামী ৩ জুলাই ঢাকা পৌঁছে সরাসরি সরাসরি খুলনায় চলে যাবে দক্ষিণ আফ্রিকার যুবারা। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে  যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ওয়ানডে।

 

এরপর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১৪ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচ।

 

চলতি মাসের শুরুতে পাকিস্তান অনুর্ধ-১৯ সিরিজ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রত্যাবর্তন করে রাজশাহী। সিরিজে পাকিস্তানের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ দল।

 

তবে দক্ষিন আফ্রিকার যুব দলের বিপক্ষে ইর্ষনীয় রেকর্ড রয়েছে যুব টাইগারদের। ২০১৫ সালে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে মাত্র দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। দুটি সিরিজেই টাইগাররা জয় পেয়েছে যথাক্রমে ৬-১ ও ৫-২ ব্যবধানে।

 

একুশে সংবাদ/স.ব.প্র/জাহা

খেলাধুলা বিভাগের আরো খবর