সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গায়কোয়াড়ের ঝড়ে চেন্নাইয়ের বড় সংগ্রহ

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৮ পিএম, ৩১ মার্চ, ২০২৩

রুতুরাজ গাইকোয়াড়ের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে চেন্নাই সুপার কিংস। তার ৯ ছক্কা ও ৪ চারের ৯২ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৮ রানে থেমেছে চারবারের চ্যাম্পিয়নরা।

 

শুক্রবার (৩১ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করেন ওপেনার রুতুরাজ গাইকোয়াড়। তবে আরেক প্রান্তে ব্যর্থতার পরিচয় দেন ডেভন কনওয়ে।


ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই মোহাম্মদ শামির ইনসুইংয়িং এক ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই কিউই ওপেনার। আর কিউই এই ওপেনারকে আউট করার মধ্য দিয়ে আইপিএল ক্যারিয়ারে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেই ভারতীয় এই পেসার।

 

এরপর তিনে নেমে ভালোই শুরু করেছিলেন মঈন আলী। তবে উইকেটে থিতু হতেই পারেননি এই ইংলিশ অলরাউন্ডার। পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলে রশিদ খানকে উড়িয়ে মারতে চেয়েছিলেন তিনি, কিন্তু সাই কিশোরের হাতে ক্যাচ দিয়ে ১৭ বলে ২৩ রানে ফিরে যান তিনিও।

একুশে সংবাদ/সম

খেলাধুলা বিভাগের আরো খবর