সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশের খেলা থাকলে আইপিএল খেলা হবেনা সাকিবদের

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ৩১ মার্চ, ২০২৩

আজ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

 

এদিকে আসন্ন আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তবে তাদের আইপিএলে যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।


এরই মধ্যে সাকিব-লিটন-মুস্তাফিজের আইপিএল প্রসঙ্গে মুখ খুলেছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার আইপিএল নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

 

শুক্রবার চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হন পাপন। সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, ‘মত বদলেছি মানে? আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, তারা কখন অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব।’


তিনি আরো বলেন, ‘আপনারা (সাংবাদিক) কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। কিন্তু দিলে বিসিবি জানাবে। ’

 

বাংলাদেশি তিন ক্রিকেটারের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে পাপন বলেন, ‘ওদের (সাকিব-লিটন-মুস্তাফিজ) আইপিএলে খেলাবে কি না তাও জানি না। আপনি (সাংবাদিক) যদি নিশ্চয়তা দেন ওদের খেলাবে তাহলে সে বিষয়ে কথা বলতে পারি।’

 

একুশে সংবাদ/সম     

খেলাধুলা বিভাগের আরো খবর