সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাঠে নামছে আর্জেন্টিনা মিলছে না টিকিট

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৭ মার্চ, ২০২৩

কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর সোনালি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের জয়ে আর্জেন্টিনাসহ সারাবিশ্বের ফুটবল প্রেমীরা উৎসবে মেতে উঠে।

 

গত ডিসেম্বরে বিশ্বকাপ শিরোপা জিতেছে লিওনেল মেসির দল। এরপর প্রায় তিন মাস হতে চলছে, এর মধ্যে জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামা হয়নি আলবিসেলেস্তাদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আর্জেন্টিনা সমর্থকদের।

 

আগামী ২৩ মার্চ পানামার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

 

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ শিরোপা জয়ের পর আর্জেন্টিনা প্রথম ম্যাচ মাঠে বসে দেখতে অনলাইনে টিকিট কিনতে চেয়েছেন প্রায় ১৫ লাখ ৫০ হাজার মানুষ।

 

তবে শুধু সমর্থকরা নয়, মাঠে বসে ম্যাচ দেখতে ও কাভার করতে অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন ১ লাখ ৩১ হাজার সাংবাদিক।

 

আর্জেন্টিনা ও পানামার এ ম্যাচটি হবে বুয়েনেস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। এটির দর্শক ধারণক্ষমতা মাত্র ৮৩ হাজার। সে তুলনায় মেসিদের ম্যাচটি দেখতে টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে।

 

রয়টার্সের সূত্রে জানা যায়, বিশ্বকাপজয়ী লিওনেল মেসিদের প্রথম ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আর্জেন্টাইন মুদ্রায় ১২ হাজার পেসো (প্রায় সাড়ে ৬ হাজার টাকা), সর্বোচ্চ ৪৯ হাজার পেসো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা)।

 

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, আর্জেন্টিনা-পানামা ম্যাচটি কাভার করতে সংবাদমাধ্যমের আগ্রহও স্মরণকালের সর্বোচ্চ।

 

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পানামা ম্যাচের জন্য ১ লাখ ৩১ হাজার ৫৩৭ জন সাংবাদিক অ্যাক্রেডিটেশনের অনুরোধ করেছেন, যা সাংবাদিক-চাহিদার দিক থেকে ইতিহাসের সর্বোচ্চ। সবার প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা খুশি হতাম। তবে এ জন্য আমাদের দুটি স্টেডিয়াম লাগবে।’

একুশে সংবাদ/ডে বা/সম

খেলাধুলা বিভাগের আরো খবর