সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়ে যা বললেন তপু

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৩

বাংলাদেশ জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মনকে নিজেদের লিগে খেলার প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার একটি ক্লাব।

 

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার লিগে খেলা ক্লাব সোল ডে মায়ো তপুকে এই প্রস্তাব দিয়েছে। মানের দিক দিয়ে দেশের প্রথম বিভাগ লিগের সঙ্গে লে আলবিসেলেস্তেদের দ্বিতীয় কিংবা তৃতীয় স্তরের লিগের মান একই। ফলে আর্জেন্টিনায় লাল সবুজকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তপু।  

 

কিন্তু এই বিষয়ে তপু এখনও কোনো সিদ্ধান্ত নেননি। বাংলাদেশ জাতীয় দলের এই ডিফেন্ডার বলেন, ‘বেশ কিছুদিন আগেই আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডে মায়ো থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। দেশটির আরও দুটি ক্লাবও আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। প্রথম আমার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। কারণ, আমি তো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ।’

 

তপু আরও জানিয়েছেন, ‘এখন ক্লাবটির প্রাক-মৌসুমের প্রস্তুতি চলছে। মার্চে তাদের লিগ শুরু হওয়ার কথা। আমাকে অনেকেই বলছেন এই সুযোগ হাতছাড়া না করতে। কিন্তু আমি ক্লাবের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না।’

 

ফলে শেষ পর্যন্ত তপু বর্মনের আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাওয়ার আশা টিকে রয়েছে তার ক্লাব বসুন্ধরা কিংসের হাতে। যদি এই ডিফেন্ডারকে খেলার অনুমতি দেয়, তবেই তিনিই হবেন একমাত্র বাংলাদেশি যিনি লাতিন আমেরিকার এই দেশটিতে খেলবেন। তবে তা হোক বা না হোক, মেসিদের দেশের কোনো ক্লাব থেকে খেলার প্রস্তাব পাওয়াকেই বড় ব্যাপার হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।

 

একুশে সংবাদ/আর টি/ সম

খেলাধুলা বিভাগের আরো খবর