সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুবাইয়ে হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল। এর নির্মাণকাজ শুরু হয়েছে। দুবাইয়ের আল মাকতোম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে টার্মিনালটি।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতোম রোববার ২৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন এ তথ্য। এক্সপোস্টে দুবাইয়ের আমির বলেন, ‘আজ আমরা আল মাকতোম বিমানবন্দরের যাত্রী টার্মিনালের নকশার অনুমোদন দিয়েছি। দুবাই এভিয়েশন করপোরেশনের স্ট্র্যাটেজির অংশ হিসেবে ১ লাখ ২৮ হাজার কোটি দিরহামে (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ ২৯ হাজার কোটি টাকা) ব্যয়ে বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে।’

টার্মিনালটির নির্মাণ শেষে অপারেশন শুরু হওয়ার পর প্রথম পর্যায়ে প্রতি বছর ১৫ কোটি যাত্রীকে পরিষেবা দিতে পারবে আল মাকতোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরবর্তী ১০ বছরে এই সক্ষমতা ২৬ কোটিতে উন্নীত করা হবে।  

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরোদমে চালু হলে আল মাকতোম বিমানবন্দরে একই সময়ে ৪০০ উড়োজাহাজ অনায়াসে উড্ডয়ন-অবতরণ করতে পারবে। ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন রাখতে আল মাকতোম বিমানবন্দরে থাকবে ৫টি রানওয়ে।

এক্সপোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম জানান, নতুন টার্মিনাল ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে নতুন শহর গড়ে তোলাপর পরিকল্পনাও রয়েছে দুবাই প্রশাসনের। বিশ্বের বিভিন্ন বহুজাতিক বিমান পরিষেবা সংস্থার কার্যালয় থাকবে সেই শহরে এবং অন্তত ১০ লাখ মানুষ সেখানে বসাবাস করতে পারবেন। সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

একুশে সংবাদ/ঢা.পো./ এসএডি
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর