সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ নয়, ইংল্যান্ডের হয়ে খেলতে চান রবিন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ৯ জানুয়ারি, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্টে চলমান নবম আসরে খেলতে ঢাকায়  এসেছেন ইংল্যান্ডের ব্যাটার রবিন দাস। ইংল্যান্ডে জন্ম গ্রহণ করা এ ক্রিকেটোর বাংলাদেশে খেলতে এসে রোমাঞ্চিত। রবিনের বাবা মৃদুল কান্তি দাসের আদি নিবাস সিলেটের সুনামগঞ্জে। তবে রবিনের জন্ম ও বেড়ে উঠা ইংল্যান্ডে।

 

ইংল্যান্ডের হয়ে এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রবিন। গত বছরের জুনে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে নজরে আসেন কাউন্টিতে এসেক্সের হয়ে খেলা রবিন।

 

এবারের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলবেন ২০ বছর বয়সী রবিন। আজ ঢাকার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন রবিন।

 

ভবিষ্যতে বাংলাদেশ নয়, ইংল্যান্ডের খেলার স্বপ্ন রবিনের, ‘ইংল্যান্ডের হয়ে খেলাই আমার স্বপ্ন। ভবিষ্যতের জন্য কোন দরজাই বন্ধ করতে চাই না। আমি ইংল্যান্ডে বড় হয়েছি। সেখানে এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলি। সম্ভব হলে ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে খেলতে চাই।’

 

বিপিএলের চতুর্থ পর্ব সিলেটে। সিলেট পর্বে আত্মীয় স্বজনের সাথে দেখা করার ইচ্ছা আছে রবিনের। তিনি বলেন, ‘যখন দলের সাথে সিলেটে যাবো, তখন পরিবার ও আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আমার বাবার জেলা সিলেটে খেলা অনেক বড় ব্যাপার হবে।’

 

তিনি আরও বলেন, ‘কেবলমাত্র আমার পরিবারই নয়, আমাকে নিয়ে বাংলাদেশ ও সিলেটের সবাই খুশি। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে তারা।’

 

ইংল্যান্ডে থাকলেও নিয়মিত বাংলাদেশের খেলা দেখেন রবিন। টাইগারদের মধ্যে লিটন দাসের খেলা ভালো লাগে তার। তিনি বলেন, ‘লিটন দারুন ক্রিকেটার। গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ছিল সে। সে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। সে আমাকে অনুপ্রাণিত করে। আমি বাংলাদেশের অনেক খেলা দেখেছি। তাকে ভালো করতে দেখেছি।’

 

এসেক্সের হয়ে ৭টি লিষ্ট ‘এ’ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডান-হাতি ব্যাটার রবিন। লিস্ট ‘এ’তে ১টি হাফ-সেঞ্চুরিতে ২০২ রান ও টি-টোয়েন্টিতে ৪৫ রান করেছেন তিনি।

 

একুশে সংবাদ.কম/স.ব.প্র/জাহাঙ্গীর

খেলাধুলা বিভাগের আরো খবর