সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশে ফিরেছেন সাকিব

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১ ডিসেম্বর, ২০২২

আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর সে উপলক্ষ্যে টি-টেন টুর্নামেন্ট শেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। 

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন এই টাইগার অলরাউন্ডার।

 

সাকিবের দেশে ফেরার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোটোকল অফিসার ওয়াসিম খান। তবে সিরিজ শুরুর আগেই টাইগার শিবিরে আসছে একের পর এক দুঃসংবাদ। কোমরের চোটের কারণে পেসার তাসকিন আহমেদ প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন সকালে।

 

দুপুর গড়িয়ে বিকেল নাগাদ জানা গেল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও কুঁচকির চোটে পড়ে ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। যে কারণে এই ওপেনারের খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজে। যদিও তামিমের ছিটকে যাওয়ায় নতুন অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। 

 

ধারণা করা হচ্ছে, অলরাউন্ডার সাকিবের কাঁধেই উঠতে পারে এই দায়িত্ব।

 

ভারত সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।

 

 একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর