সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পোল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৯ এএম, ১ ডিসেম্বর, ২০২২

ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করে সবচেয়ে বড় হতাশার জন্ম দিলেন অধিনায়ক নিজেই। তাতে কি, এই আর্জেন্টিনা তো ভেঙে পড়ার দল নয়। প্রমাণ মিলল দ্বিতীয়ার্ধ শুরু হতেই।

 

আলেক্সিস মাক আলিস্তেরের গোলে মিলল দিশা। হুলিয়ান আলভারেসের গোলে লাগাম এলো হাতে। সব শঙ্কা দূর করে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল লিওনেল স্কালোনির দল।

 

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুধু শেষ ষোলোর টিকেটই নয়, দারুণ এই জয়ে গ্রুপ সেরাও হয়েছে দুবারের চ্যাম্পিয়নরা।

 

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট আর্জেন্টিনার। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।

 

তবে একই সময়ে শুরু অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বড় জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত মেক্সিকো ২-১ গোলে জয় পায়। ফলে তাদের সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে পরের ধাপে ওঠে ইউরোপের দলটি।

৩ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করল সৌদি আরব।

শেষ ষোলোয় পোল্যান্ডের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

 

একুশে সংবাদ/এস এস 

 

খেলাধুলা বিভাগের আরো খবর