সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সাঁতারে সেরা কবিরুল তৃতীয় শেখ সাদী

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২২

‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২২’ এর সাঁতার আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আইভী রহমান সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সাঁতারে মো. কবিরুল ইসলাম চ্যাম্পিয়ন হন। রানার-আপ হন শামীম হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেন শেখ সাদী।

 

আগামীকাল শনিবার (১ অক্টোবর) প্রতিযোগিতার ষষ্ঠ দিনে দাবা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্স-আপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার থাকছে।

 

এবারের স্পোর্টস কানির্ভালে ০৯টি ডিসিপ্লিনে মোট ১৩টি ইভেন্টে অংশ নিয়েছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। এছাড়া নারী সদস্যরা লুডু ইভেন্টে অংশ নিবেন।

 

সবকটি খেলাই অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

 

একুশে সংবাদ/এসএস

 

 

খেলাধুলা বিভাগের আরো খবর