সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের কিছু ক্রিকেটারের ওজন বেশি : সালমান

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২২

ভারতের কিছু ক্রিকেটারের ওজন বেশি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। ভারতের অধিনায়ক রোহিত শর্মাসহ কিছু খেলোয়াড়ের বাড়তি ওজন আছে বলে মনে করছেন তিনি।

 

তার মতে, রোহিতসহ বেশ কিছু খেলোয়াড় ফিট নন। তাদের বাড়তি ওজন আছে। ভারতের মধ্যে বিরাট কোহলি-হার্ডিক পান্ডিয়া-রবীন্দ্র জাদেজার ফিটনেস ভালো।

 

মোহালিতে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর নিজের ইউটিউব চ্যানেলে রোহিতদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেন সালমান।

 

তিনি বলেন, ‘ভারতের ক্রিকেটাররা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পায়। তারা সবচেয়ে বেশি ম্যাচও খেলে। কিš‘ তারা অন্যান্যদের চেয়ে ফিট নয়। আমাকে বলুন কেন তারা ফিট নয়? আমরা যদি তাদের শারীরিক গঠনে তুলনা করি, তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার দলগুলো অনেক ভালো। 

 

শুধু তাই নয়, ফিটনেসের দিক থেকে ভারতের চেয়ে এশিয়ার বেশ কিছু দল এগিয়েও আছে। কিছু ভারতীয় খেলোয়াড়ের ওজন বেশি। ফিটনেস নিয়ে তাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। কারণ তারা দুর্দান্ত ক্রিকেটার।’

 

অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারে ভারত। ২০৮ রানের পুঁিজ নিয়ে ম্যাচটি হারতে হয় ভারতকে। ডেথ ওভারে বোলারদের লাইন-লেš’হীন বোলিংয়ের সাথে ফিল্ডারদের ক্যাচ ড্রপের সুযোগ জয়ের ম্যাচ হেরে বসে ভারত।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে রোহিত-লোকেশ রাহুল-ভুবেনশ^র-প্যাটেলদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তুলেন সালমান। তবে কোহলি-পান্ডিয়া-জাদেজাই ভারতীয় দলের মধ্যে সবচেয়ে ফিট।

 

৩৭ বছর বয়সী সালমান বলেন, ‘আমি জানি না, অন্যরা এসব নিয়ে কথা বলবে কি-না। তবে আমার চোখে, ভারতীয়দের ফিটনেস আর্দশ নয়। কয়েকজন সিনিয়র ক্রিকেটারের ফিটনেসই ঠিক জায়গায় নেই, যেখানে তাদের থাকা উচিত। 

 

তবে কোহলি নিজেকে একটি উদাহরণ হিসাবে সতীর্থদের সামনে তুলে ধরেছিল। শুধু জাদেজা-পান্ডিয়ার ফিটনেসই ভালো। তবে অসিদের বিপক্ষে ম্যাচে রোহিত-রাহুলদের চনমনে লাগেনি। আমি মনে করি  ঋসভ পাšে’র ফিটনেস যদি ভালো হয়, তবে সে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে।’

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর