সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ভারতকে হারাতে দেশের মানুষের দোয়া চাইলেন বাংলাদেশ অধিনায়ক

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ৪ আগস্ট, ২০২২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে বাংলাদেশের যুবরা।

অন্যদিকে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ভারত। আগামীকাল শুক্রবার (৫ আগস্ট) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ম্যাঠে নামবে টিম বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং রানার্সআপ বাংলাদেশ। 

আগের বার নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে গোল করে এগিয়ে থাকা বাংলাদেশ পাল্টা দুই গোল হজম করে ফাইনালে হেরেছিল। সেই ফাইনালে রেফারির শেষ বাঁশি বাজার আগে দ্বিতীয় গোল হজম করে ফাইনাল হেরে গিয়েছিল বাংলার যুবরা।

অথচ এই ফাইনালের আগে গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচ গোল শূন্য ড্র হয়। গত ফাইনালের মতো এবার আর ভুল করতে চান না বাংলাদেশের যুবরা।

এবার ফাইনালে ভারতকে হারিয়ে মুধুর প্রতিশোধ নিতে চায় ফুটবলাররা। তাই ফাইনাল জিততে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তানভির হোসেন। 
 

একুশে সংবাদ/এসএস

 

খেলাধুলা বিভাগের আরো খবর