সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১২ মে, ২০২২

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। এবারের এই সিরিজের নামকরণ করা হয়েছে, ‘মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ-২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

এই লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু), বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী,  টাইটেল স্পন্সর মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কাজী এন্টারপ্রাউজের প্রধান নির্বাহী রফিকুল আমিন, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মোহাম্মদ ফিরোজ আলম এবং ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীর।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর