সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তাসকিনের পর সাইফউদ্দিনের আঘাত

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ৫ মে, ২০২৪

ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটিতে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের দলীয় ১৮ রানের প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।অষ্টম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাইফউদ্দিন। ৩০ বলে ১৭ রান করা জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরান এই পেসার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটের বিনিমিয়ে ৩৬ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২১ দেখায় ১৪ জয় টাইগারদের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, আইস্লে এনডলোভু, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, তাদিওয়ানসি মারুমানি, জনাথন ক্যামফেল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

একুশে সংবাদ/এস কে    
 

খেলাধুলা বিভাগের আরো খবর