সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টাইফয়েড আক্রান্ত সাইফ, নেই ঢাকা টেস্টে 

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষ করার পর আজ (বুধবার) সকালেই ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৪ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে ঢাকা টেস্ট। তবে স্কোয়াডে নাম থাকলেও এই ম্যাচে খেলতে পারবেন না ওপেনার সাইফ হাসান।

টাইফয়েডে জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। বিষয়টি একুশে সংবাদকে নিশ্চিত করেন   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।


দেবাশিষ বলেন, ‘চট্টগ্রামে সাইফের জ্বর আসে। এজন্য গত মঙ্গলবার আমরা কিছু পরীক্ষা করাই। সেখানে টাইফয়েডে ধরা পড়ে। আজ সে দলের সঙ্গে ঢাকা ফিরলেও ঢাকা টেস্টে খেলতে পারবে না। ঢাকায় আসার পর আরো কিছু পরীক্ষানিরীক্ষা করা হবে।’

সাইফ হাসানের মাঠের পারফরম্যান্স অবশ্য একেবারেই ভালো যাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি। বাউন্সারে নাকাল হয়ে প্রথম ইনিংসে ফেরেন ১৪ ও দ্বিতীয় ইনিংসে করেন ১৮ রান। এর আগে ২টি টি-টোয়েন্টি খেলে করেন ১ ও ০ রান।

উল্লখ্য, পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের জন্য ২০ জনের দল ঘোষনা করে বিসিবি।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর