সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আগামী শুক্রবার ওমানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৫ এএম, ৬ অক্টোবর, ২০২১

বিশ্বকাপের প্রস্তুতি নিতে কয়েকদিন আগেই বাংলাদেশ দল চলে গেছে ওমানে। সেখানেই কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। টুর্নামেন্ট শুরুর আগেই খেলার কথা রয়েছে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও। এর আগেই অবশ্য প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

আগামী ৮ তারিখ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি হবে আল আমিরাত স্টেডিয়ামে। এর আগে তিনদিন অনুশলীন করবে টাইগাররা। আজ (মঙ্গলবার) ওমানে প্রথমবার অনুশীলন করতে নেমেছে বাংলাদেশ দল। 

বুধ ও বৃহস্পতিবারও স্থানীয় সময় দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। ৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবেন মাহমুদউল্লাহরা। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় দুপুর ২টায়।

খেলাধুলা বিভাগের আরো খবর