সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সকাল ১০টায় শুরু হচ্ছে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে বসার ভোট যুদ্ধ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০২ এএম, ৬ অক্টোবর, ২০২১

আসন্ন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে বেশ। সকাল ১০টায় শুরু হচ্ছে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে বসার ভোট যুদ্ধ।

বিসিবির নির্বাচন প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘সবমিলিয়ে ১২৭ জন ভোট দিবে। মোট ভোটার ১৭৩ (১৭১) জন, কিন্তু বাকিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ, ইতোমধ্যে ওখানে নির্বাচিত হয়ে গেছেন। ৫৭ জন ই-ভোট ও পোস্টাল ব্যালটে এবং বাকিরা সশরীরে এসে ভোট দেবেন।’

এবার সশরীরে বিসিবিতে এসে ভোট দিতে না পারলেও কাউন্সলিরদের ভোট দেওয়ার সুযোগ ছিল মেইল বা চিঠির মাধ্যমে। ইতোমধ্যে ই-ব্যালট প্রক্রিয়ায় অনেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সেই ভোটগুলো এখনো গণনা শুরু হয়নি।

এবারের নির্বাচনে কোন প্যানেল না থাকায় ৩ ক্যাটাগরিতে মোট ৩২ জন প্রার্থী মনোয়নপত্র কিনেছিলেন। তবে ক্লাব ক্যাটাগরির শওকত আজিজ রাসেল নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ৩১ জনকে নিয়েই নির্বাচনী কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। যদিও সময়সীমা শেষ হওয়ার পর নিজের নাম সরিয়ে নিতে চেয়েছিলেন ঢাকা জেলা ও বিভাগ ক্যাটাগরির খালিদ হোসেন। তবে প্রত্যাহারের সময় শেষ হওয়ায় ব্যালটে নাম থাকবে তার।

ফরহাদ হোসেন বলেন, ‘আপনারা জানেন ই-ভোট ও পোস্টাল ব্যালট আমরা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। এটা আমরা  ৫ টার মধ্যে চেক করবো। সে হিসেবে সকল প্রস্তুতিই সম্পন্ন। আমাদের ভোট প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন এগুলো ওপেন করবো।’

ফলাফল কবে জানানো হবে সেটিই চূড়ান্ত করেছেন ফরহাদ ‘বেসরকারিভাবে এটা ঘোষণা করা হবে, আর চূড়ান্তভাবে তারপরের দিন পাবেন আপনারা।’

 

খেলাধুলা বিভাগের আরো খবর