সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাকিবের অনুপস্থিতিতে কপাল খুললো সৌম্যর

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১০ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২১

নতুন চোটের কারণে চট্রগ্রামের টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। তখনই জানা গেছে মিরপুর টেস্টেও খেলা হবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এদিকে জল্পনা চলছিলো তার স্থলাভিষিক্ত হবেন কোন খেলোয়াড়। আজ জানা গেলো সাকিবের বদলি হিসেবে মিরপুর টেস্টে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। 

২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা সৌম্য আগামীকাল যোগ দেবেন দলের সঙ্গে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সৌম্যকে দলে ডাকার খবর, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে চোটে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে নেওয়া হয়েছে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে পাওয়া চোট থেকে সেরে না ওঠায় সাকিব বাদ পড়েছেন।’

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী কাল বৃহস্পতিবার। সিরিজ বাঁচাতে জিততেই হবে বাংলাদেশকে। 

যদিও, সৌম্যর টেস্ট ক্যারিয়ারটাও খুব সন্তোষজনক নয়। ১৫ টেস্ট খেলে করেছেন মাত্র ৮১৮ রান, যেখানে শতক মাত্র একটি। ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করা ১৪৯ রানই সৌম্যর টেস্ট ক্যারিয়ারের সেরা পারফর্মেন্স। 

একুশেসংবাদ/অমৃ

খেলাধুলা বিভাগের আরো খবর