সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে দিলেন কোহলি

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ৩০ নভেম্বর, ২০২০

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে দিলেন বিরাট কোহিলি।সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আর তারই রেকর্ড ভেঙ্গে দিলেন তারই উত্তরসূরি বিরাট কোহলি। 

সবচেয়ে কম ইনিংস খেলে দ্রুততম সময়ে ২২ হাজার আন্তর্জাতিক রান করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গেছেন তিনি।

রোববার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেন কোহলি।  

এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান দাঁড়িয়েছে ২২,০১১। 

২২ হাজার রান করতে শচীন টেন্ডুলকার খেলেছেন ৪৯৩ ইনিংস।  কিন্তু এই মাইলফলক ছুঁতে কোহলির লেগেছে মাত্র ৪৬২ ইনিংস।

অর্থাৎ শচীনের চেয়ে ৩১ ইনিংস কম খেলে এই রেকর্ড ছুঁলেন কোহলি। 

দ্রুততম ২২ হাজার রানের রেকর্ডের তালিকায় কোহলি আর শচীনের পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।  ৫১১ ইনিংস খেলে ২২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। ৫১৪ ইনিংস খেলে চতুর্থ অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। 

একুশে সংবাদ/য/এস

খেলাধুলা বিভাগের আরো খবর