সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ পিএসজির শেষ সুযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১৩ এএম, ২৪ নভেম্বর, ২০২০

আজ জার্মানির লাইপজিগের মুখোমুখি হচ্ছে পিএসজি।চলতি আসরের গ্রুপ টেবিল পয়েন্ট  তিন নম্বরে আছে পিএসজি । আজ পিএসজি হারলে নকআউটে ওঠার নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকবে না। 

বায়ার্ন মিউনিখের কাছে না হারলে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকার কথা পিএসজি। আজ পিএসজির শেষ সুযোগ। শেষ সুযোগ কাজে না লাগেলে পিএসজির
নকআউটে ওঠার নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকবে না।

পিএসজি ৩ পয়েন্ট পেয়েছে, যেটি তারা ইস্তাম্বুল বাসাকশেহিরকে হারিয়ে পেয়েছে। অন্য দুই ম্যাচের একটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, অন্যটি লাইপজিগের বিপক্ষে। উভয়টিতে হারের ব্যবধান ১-২। এইচ গ্রুপে এখন ম্যানইউ, লাইপজিগ দুই দলেরই পয়েন্ট ৬ করে। বাসাকশেহির করেছে ৩ পয়েন্ট। 

আজ যদি পিএসজি হেরে যায়, ম্যানইউ নিজেদের মাটিতে বাসাকশেহিরের বিপক্ষে যদি জয় পায়, তাহলে নকআউটে ওঠার নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকবে না।

একুশে সংবাদ /স/ এস.এস

খেলাধুলা বিভাগের আরো খবর