সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মালদ্বীপে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৪ জুন, ২০২২
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৩শে জুন) স্থানীয় সময় রাত দশটায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালদ্বীপ শাখা আ'লীগের উদ্যোগে কেক কাটা, দোয়া মাহফিল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানকে ঘিরে রুড সিক্সটি-সিক্স বাঙ্গালী অধ্যুসিত ব্যস্ততম রেস্তোরাঁয় সন্ধ্যা থেকেই জয়বাংলা শ্লোগানে মুখরিত ছিল।

পবিত্র কুরআন তিলাওয়াত সহ গত এক-সাপ্তাহের মাঝে ছয় জন প্রবাসী ভায়ের মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে মালদ্বীপ শাখা আ'লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ-সূচনা হয়। মালদ্বীপ আ'লীগের সভাপতি আলহাজ্ব মোঃ দুলাল মাতবর এর সভাপতিত্বে ও সংগঠনটির সহ-সভাপতি শাহজালাল শিকদার এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর মোঃ হান্নান খান কবির, ফোর এল ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান জনাব হাদিউল ইসলাম।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন মালদ্বীপ আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেক, যুগ্ম-সম্পাদক নুরে আলম রিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান ও এম কেআর কামাল হোসেন এবং সংগঠনটির বিপুল সংখ্যক নেতা-কর্মী, সহ এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড'র কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীক, রাজনীতিবিদ, পেশাজীবী, চিকিৎসক, প্রবাসী সাংবাদিক সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, শুরুতে আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে প্রসার ঘটে আওয়ামী লীগের। প্রতিষ্ঠার শুরুতে দলটির নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক। জন্ম নেওয়ার দুই দশক পরই আওয়ামী লীগের বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন। তাইতো বঙ্গবন্ধু আওয়ামী লীগ ও বাংলাদেশ। এই তিনটি নাম ইতিহাসে একই সূত্রে গাঁথা। বাংলার মানুষের অধিকার আদায়ের এই একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক দলটির আজ নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা।

এতে স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা সভা শেষে কেক কাটা, দোয়া মোনাজাত, নৈশভোজ ও নিশির আড্ডায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
 

 

 

 

একুশে সংবাদ/ও.অ/এস.আই

প্রবাস বিভাগের আরো খবর