সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সমঝোতা•••••••••••

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২১ এপ্রিল, ২০২১

সমঝোতা মানে প্রেম নয়,

ভালোবাসা নয়, শ্রদ্ধাও নয়।

সমঝোতা মানে বয়ে যাওয়া নদীর দু'পার,

সমঝোতা মানে রেল লাইন বহে সমান্তরাল।

সমঝোতা মানে টেবিলের দুই প্রান্তে দুই বাসিন্দা,

সমঝোতা মানে জোৎস্না ঝরানো রাতে শূন্য বারান্দা। সমঝোতা মানে,

ক্যান্ডেল লাইটের আঁধো আলো ছায়াতে দু:খের ছায়া। সমঝোতা মানে

,ফুলদানির ঘ্রানহীন ফুল, ধূসর রঙে ছাওয়া। সমঝোতা মানে চন্দ্র গ্রহন,

সূর্য্য গ্রহন,জোছনাহীন রাত,

সমঝোতা মানে পরনের কাপড় ,

মাথার ছাদ, আর,এক থালা ভাত।

সমঝোতা মানে হৃদয়ের ব্যবচ্ছেদ।

বুকের ভেতর রক্ত ক্ষরণ,

সমঝোতা মানে সর্ব সম্মতি ক্রমে দ্রোপৌদির বস্ত্র হরন।

সমঝোতা মানে হাত থেকে ছুটে যাওয়া স্বপ্ন ভরা রঙিন ফানুস,

সমঝোতা মানে দূরে, আরও দূরে সরে যাওয়া দুটি মানুষ। 

প্রবাস বিভাগের আরো খবর