সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রবাসী

প্রকাশিত: ০৮:০২ এএম, ২ ডিসেম্বর, ২০২০

প্রবাসী
হাফসা ইসলাম

তুমি একাত্তরের রক্তিম কবিতা
তুমি শত শত গৃহিণীর কান্না
তুমি আমার হৃদয়ের প্রেরণা
মাগো তোমায় ভালোবেসে আমি ধন্য হলাম
তোমায় পেয়ে আমি জীবিত হলাম......।

তুমি আমার অধিকার
তুমি শহীদের চেতনার চিৎকার
তুমি বাউলের সংগীত
মাগো তোমায় ভালোবাসে আমি ধন্য হলাম
তোমায় পেয়ে আমি জীবিত হলাম.....।

তুমি আঁধার রাতের আলো
তুমি রক্তিম পলাশ ফুল
তুমি দীর্ঘ নিঃশ্বাসের বিশ্বাস
মাগো তোমায় ভালোবাসে আমি ধন্য হলাম
তোমায় পেয়ে আমি জীবিত হলাম.....।

মাগো তুমি যে আমার দেশ
আমার সেই প্রিয় বাংলাদেশ
তোমার রুপে আমার রাঙিয়ে দিও
করো না আমায় নিরুদ্দেশ
মাগো তোমায় আমি ভালোবাসি
তাই বারে বারে তোমার কাছে ফিরে আসি
তোমায় ভালোবেসে আমি
হতে পারি প্রবাসী....।

একুশে সংবাদ/এআরএম

প্রবাস বিভাগের আরো খবর