সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইতালিতে ইমিগ্রেশন এন্ড ল্ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৫ অক্টোবর, ২০২০

শিক্ষিত প্রবাসীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে CCL ইতালির বিভিন্ন শহরে কর্তৃক ৩ দিন ব্যাপি কাফ পাত্রোনাতোর(CAF Patronato) ইমিগ্রেশন এন্ড ল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চালু করেছে। 

রোমে তিন দিন ব্যাপী ৯,১০,১১অক্টোবর এই কর্মশালা সম্পন্ন হয়েছে। 

রোমের হোটেল নাপোলিয়ন বল রুমে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় আলোচনা করেন- সিসিএলের চেয়ারম্যান ডঃ মুক্তার হোসেন মার্ক। তিনি বলেন, ইতালিতে আজ অনেক বাংলাদেশীই আছেন যাদের ইতালিয়ান ভাষাজ্ঞান চমৎকার এবং অনলাইনের উপর যথেষ্ট দক্ষতা আছে কিন্তু তারপরেও ভালো কোন সুযোগ মিলছেনা। তাদের নিজেকে আত্ননির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ‘কাফের’ ভূমিকা অপরিসীম। 

তিনি আরো বলেন ‘কাফ পাত্রোনাতো’ যেমন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তেমন জনসেবাও করতে পারবেন যা অন্যান্য পেশায় কিছুটা অসম্ভব বটে। 

এ সময় উপস্থিত ছিলেন Dott. Fabio Digiamberardino,Dott. Valerio Antonucci ,Dott.ssa.Alessia Sordi। 

সকল অংশগ্রহণকারী সতস্ফুর্তভাবে কোর্সটি শেষ করেন এবং প্রশিক্ষণ শেষে সকলকে সিসিএল এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

একুশে সংবাদ/এআরএম

প্রবাস বিভাগের আরো খবর