সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিএনপির ইফতারে সাংবাদিকদের ওপর হামলা, আ’লীগকে দুষলেন ফখরুল

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ৩১ মার্চ, ২০২৩

রাজধানীর মিরপুর পল্লবীতে মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে ওই হামলার ঘটনায় বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

 

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ইফতার মাহফিলে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

 

অতিথিদের সম্মান রক্ষা করতে না পারায় নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করেন ফখরুল বলেন, মনে হয় না তারা দলকে ভালোবাসে। তারা অতিথিদের সম্মান রক্ষা করতে জানেনা।

 

মহাসচিব এসময় নেতাকর্মীদের শৃঙ্খলার আহবান জানিয়ে বলেন, ‌‘সরকারের দালালেরা অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা গণমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করছে।’

 

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার বিরোধীমত ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবারে আর আগের মতো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে বিএনপি।’

 

তবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

 

রাজনীতি বিভাগের আরো খবর