সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ময়মনসিংহে ছাত্রদলের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৭ জুন, ২০২১

ময়মনসিংহের শহরতলী এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সাথে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষনে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন ।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ী দাখিল মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন, ওসি অপারেশন ওয়াজেদ আলীসহ দশ পুলিশ সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির  ২০ ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছে ।

কোতায়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌছলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রায় ২০টি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানান তিনি।

 

 

 

একুশে সংবাদ/সৌরভ দত্ত
 

রাজনীতি বিভাগের আরো খবর