সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু ও বাংলাদেশ 

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫৪ এএম, ১ আগস্ট, ২০২২

 

দুই 'শ বছরের ব্রিটিশ দু:শাসন ও  ২৩ বছরের পাকিস্তানি  শোষণ-নিপীড়নের নিষ্পেষিত বাঙালি জাতি; শত বছর  ধরে  স্বপ্ন দেখে আসছিল - মুক্তি এবং  স্বাধীনতার।

বাঙালির  চিরায়ত সেই স্বপ্নকে ধারণ করেই,  জীবনের উৎক্ষিপ্ত ঢেউয়ের দোলাচলে স্বাধীন জাতি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে এগিয়ে চলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে  মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে   অর্জন করেন স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

স্বাধীন বাংলাদেশের স্বপ্নযাত্রায়ও নেতৃত্ব দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে, শূন্য থেকে যাত্রা শুরু করে মাত্র সাড়ে তিন বছরে   জাতিকে শামিল করেন সমৃদ্ধির অগ্রযাত্রায়।

স্বাধীনতা থেকে শুরু করে বাঙালি এবং বাংলাদেশের  প্রতিটি অর্জনের সঙ্গে - যে নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত , তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

অন্যভাবে বললে, জাতির  হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে  'বঙ্গবন্ধু এবং বাংলাদেশ ' এক ও অভিন্ন অধ্যায়।
 

মতামত বিভাগের আরো খবর