সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সমাবেশের বিকল্প স্থান নিয়ে বিএনপিকে আলোচনার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০১ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২

সমাবেশের বিকল্প স্থান নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করা যেতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

 

তিনি বলেন, রাস্তায় কোনও সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। সমাবেশের বিকল্প স্থান নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করা যেতে পারে।

 

মন্ত্রী বলেন, ঢাকায় ২৫ লাখ লোক জমায়েতের বার্তা দিয়েছিল বিএনপি। তারা প্রথম সোহরাওয়ার্দী, মানিক মিয়া এভিনিউ ও নয়াপল্টন চেয়েছিল। বিএনপিকে সোহরাওয়ার্দীতে সুযোগ দিতে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সম্মেলন এগিয়ে আনতে বলেন। সে অনুযায়ী ছাত্রলীগ সম্মেলন এগিয়েও আনে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মিরপুরের কালশীতে বিকল্প স্থান হিসেবে বলেছি। কোনোক্রমেই রাস্তাঘাটে অরাজক পরিবেশ হোক, তা চাই না। পরিস্থিতি নাজুক হয়েছে, এটা মনে করি না। সবসময় আমাদের নিয়ন্ত্রণে আছে।

 

এর আগে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের অনেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর

জাতীয় বিভাগের আরো খবর