সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২ জুলাই, ২০২২

 

পদ্মা সেতু উদ্বোধনের ৬ষ্ঠ দিনে জাজিরা ও মাওয়া দুই প্রান্তে এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এদিন সেতু দিয়ে পারাপার করে ২৬ হাজার ৩৯৮টি যানবাহন।

 

এর আগে গত পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ডটি ছিল ২ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।

 

শনিবার (২ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘শুক্রবার সেতুতে যানবাহনের চাপ ছিল অনেক বেশি। এদিন জাজিরা প্রান্ত দিয়ে ১২ হাজার ৫৯৭টি গাড়ি পার হয়েছে। এই প্রান্ত থেকে আদায় টোল হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা। আর মাওয়া প্রান্ত দিয়ে পার হওয়া ১৩ হাজার ৮০১টি গাড়ি থেকে আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা।’

 

শুক্রবার সেতুর উভয় প্রান্তে যানবাহনের চাপ ছিল বেশি। দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে গাড়ির সারি বাড়তে থাকে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত টোল প্লাজা এলাকায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা কর‍তে দেখা গেছে।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর