সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সম্রাটের জামিন: হাইকোর্টের আদেশ বহাল চেম্বার আদালতে

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৩ মে, ২০২২

সম্রাটের জামিন: হাইকোর্টের আদেশ বহাল চেম্বার আদালতে

 

ক্যাসিনোকাণ্ড ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করা হয়েছে।

 

সোমবার (২৩ মে) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহীম এ আদেশ দেন।

 

গত ১৮ মে দুদকের এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সেই সাথে সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

 

২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের  ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করে। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 

একুশেসংবাদকম/জ.ন.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর