সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘুষের অভিযোগে কর্ণফুলীর ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৭ এএম, ১৩ মে, ২০২২

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


মামলার অন্য দুই আসামি হলেন, কর্ণফুলী গ্যাসের ঠিকাদার মো. এরশাদ ও কর্মচারী মো. বশির সরকার।


দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ।


তিনি বলেন, দণ্ডবিধির ১৬১/১০৯/১২০ (বি), ৫১১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি করা হয়েছে। 


তিনি আরও বলেন, আসামিরা পরিকল্পনা করে গ্রাহক লোকমান হাকিমের কাছ থেকে অবৈধভাবে ৪০ হাজার টাকা ঘুষ নিয়েছেন- এমন প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 


পাঁচলাইশ থানা পুলিশ বশিরকে ঘুষের ৪০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে । বিষয়টি দুদকের আওতাভুক্ত হওয়ায় আদালত দুদককে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। 


একুশে সংবাদ.কম/ ঢ/জা

জাতীয় বিভাগের আরো খবর