সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈদযাত্রায় নিহত ৪৪৩ জন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১২ মে, ২০২২

 

পবিত্র ঈদুল ফিতরে ঈদযাত্রায় দেশে ৪০২টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারায় ৪৪৩ জন আর আহত হয় ৮৬৮ জন। তারমধ্যে সড়ক-মহাসড়কে ৩৭২টি দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজ্জাম্মেল হক চৌধুরী।  

মোজ্জাম্মেল হক চৌধুরী বলেন, গত ২৬ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১০ মে পর্যন্ত বিগত ১৫ দিনে দেশে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। ২০২১ সালের ঈদুল ফিতরে যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে ১৪.৫১ শতাংশ, নিহত ২২.৩৫ শতাংশ ও আহত ২৬.৩০ শতাংশ।  এ সময়ে রেলপথে ২৭ ঘটনায় ২৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নৌ-পথে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।  

মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, এবারের ঈদে করোনার সংক্রামণ তেমন না থাকায় বেশি মানুষের যাতায়াত করেছে। গত ২ বছর করোনা সংকটের কারণে গণপরিবহন বন্ধ-চালুর ফাঁকে প্রায় ১০ লাখ মোটরসাইকেল ও ২০ লাখ ইজিবাইক রাস্তায় নামে। কিন্তু এবারের ঈদযাত্রায় ২৫ লাখ মোটরসাইকেল ও ৪০ লাখ ইজিবাইক রাস্তায় নামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার উল্লেখযোগ্য তৎপরতার কারণে ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বরাবরের মতো বেড়েছে। 


একুশে সংবাদ.কম/ঢ/জা

জাতীয় বিভাগের আরো খবর