সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কুমিল্লা ঘটনার পেছনের রহস্য উদঘাটন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২১ অক্টোবর, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনা যে ঘটিয়েছে তাকে সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদেরকে ধরতে পারলে এ ঘটনার পেছনের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। ইন্ধনদাতাদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। কুমিল্লায় পূজামণ্ডপে যে ব্যক্তি পবিত্র কোরআন রেখেছেন, তাকে চিহ্নিত করা হয়েছে। তিনি এখন আর মোবাইল ব্যবহার করছেন না। ফলে তার অবস্থান নির্ণয় করা কঠিন হচ্ছে। তিনি একজন নেশাখোর হলেও মসজিদ থেকে কোরআন নিয়ে পূজামণ্ডপে রেখেছেন। এর পেছনে কারও ইন্ধন থাকতে পারে।

মন্ত্রী বলেন, কুমিল্লায় অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননাকারীদের বিচার হবে। সারা দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেশে কোনো আতঙ্ক নেই। সম্প্রতি হামলার ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে পুনর্বাসন করা হবে। দেশের প্রত্যেক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

একুশে সংবাদ / আল-আমিন

জাতীয় বিভাগের আরো খবর