সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্ববিদ্যালয়গামীদের এনআইডি না থাকলেও বিশেষ ব্যবস্থা টিকার জন্য

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বিশ্ববিদ্যালয় খোলার আগেই অর্থাৎ ২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে তাদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে  তবে যাদের নেই তাদের জন্য বিশেষ ব্যবস্থার করার কথা বলা হয়েছে।

১৪ সেপ্টেম্বর  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

শ্রেণিকক্ষে পাঠদান শুরুর লক্ষ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তারা জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবলিংকে প্রবেশ করে শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করবেন। শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করার পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করবেন। 

বৈঠকে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন।  


একুশে সংবাদ/ঢ.ট্রি/মু

জাতীয় বিভাগের আরো খবর