সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোহিঙ্গাদের জাহাজ চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৪ পিএম, ৪ ডিসেম্বর, ২০২০

রোহিঙ্গাদের বহনকারী সাতটি জাহাজ চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। আজ শুক্রবার সকালে এসব জাহাজ ছেড়ে গেছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছায় যেতে আগ্রহী ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হয় সাতটি জাহাজ। বোট ক্লাব এলাকায় কর্ণফুলী নদীতে স্থানীয় প্রশাসন রোহিঙ্গাদের এবং তাদের মালপত্র জাহাজে তুলে দেয়।

এর আগে বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে ৩৮টি বাসে চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করে রোহিঙ্গারা। রাতেই চট্টগ্রাম পৌঁছায় তারা। যেসব রোহিঙ্গাকে ভাসানচর নেওয়া হচ্ছে এতকাল ধরে তারা অবস্থান করছিলেন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার শিকার হয়ে বিভিন্ন সময় দেশটি থেকে প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। 


একুশে সংবাদ /এ/এস

জাতীয় বিভাগের আরো খবর