সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা

মনে আছে সেই রেনুর কথা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০০ এএম, ৩ ডিসেম্বর, ২০২০

মনে আছে, রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত সেই গৃহবধূ তাসলিমা বেগম রেনুর কথা। 
আজ তার হত্যা মামলায় ১৫ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। 

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে আদালত মহিউদ্দিন নামে এক আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আগামী ৩ জানুয়ারি গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবদুল হক ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডায় স্কুলে সন্তানের ভর্তির বিষয়ে খবর নিতে গিয়ে রেনুকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় ।পরে তিনি মৃত্যুর কোলে ডলে পরেন। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

একুশে সংবাদ/স/এস

জাতীয় বিভাগের আরো খবর