সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কবি মহাদেব সাহা অসুস্থ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫২ পিএম, ১ এপ্রিল, ২০২৩

কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। বর্তমানে তিনি দুইজন চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 

কবি জানিয়েছেন, নানা শারীরিক জটিলতার কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ। হার্ট এবং লাংয়ের সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। এর মধ্যে মেরুদণ্ডের ব্যথাও বেড়েছে। 

 

তিনি আরো বলেছেন, করোনাকাল থেকেই একরকম ঘরবন্দি জীবন-যাপন শুরু করেন। ৪০ বছর আগের মেরুদণ্ডের পুরনো অসুস্থতা ফিরে এসেছে। 

 

  জানা গেছে, কবি মহাদেব সাহা শয্যাশায়ী হয়ে পড়ায় পরিচর্যাকারীর তত্ত্বাবধানে আছেন।

 

উল্লেখ্য, কবি মহাদেব সাহা বাংলা ভাষার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ কবি। অনুরাগী ও গুণগ্রাহীদের কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন এই কবি। 

 

  মহাদেব সাহার জন্ম ৫ আগস্ট, ১৯৪৪ সালে। সিরাজগঞ্জের ধানঘড়া গ্রামে। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কারসহ কবি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।  

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

সাহিত্য বিভাগের আরো খবর