সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিশুসাহিত্যিক আলী ইমাম আর নেই

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২১ নভেম্বর, ২০২২

বিশিষ্ট লেখক, শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

 

সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালেই তিনি পূর্ব-পাকিস্তান শিক্ষা সপ্তাহে বিতর্ক এবং উপস্থিত বক্তৃতায় চ্যাম্পিয়ন হন।

 

১৯৮৬ সালে ইউনেস্কো আয়োজিত শিশুসাহিত্যবিষয়ক প্রকাশনা কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটসের প্রকাশনা বিভাগের ন্যাশনাল কমিশনারের দায়িত্ব পালন করেছেন।

 

বাংলাদেশের শিশু সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আলী ইমাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেছেন।

 

একুশে সংবাদ/আর.টি/পলাশ

সাহিত্য বিভাগের আরো খবর