সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১২ নভেম্বর, ২০২২

আমি নই কোনো মহাকবি, নইতো কোনো লেখিকা ।

আমার লেখা সোহরাওয়ার্দী সপ্ন দিয়ে লেখা।

বিষন্নতায় ছেয়ে যায় আমার হৃদয়ের উঠান জুড়ে।

যখনই পড়ে মনে,

বাস বিহীন তুমি।

যখনই পড়ে মনে,

হল বিহীন তুমি।

যখনই পড়ে মনে,

ক্যান্টিন বিহীন তুমি।

হে সোহরাওয়ার্দীরা এখনো ঘুমিয়ে আছো?

জলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে,

অবহেলা বঞ্চিতকে পিছনে ফেলে,

এখনই জাগ্রত হও, শহীদের রক্ত বুকে ধারণ করে।

হে সোহরাওয়ার্দীরা, তোমরা কি দেখো না?

তোমাদের বাতিঘরে কার নাম লেখা আছে।

কেনো এতো ভয়,কেনো এতো অবহেলা।

চল জাগ্রত হই সকল ভেদাভেদ ভুলে,

৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।

চল বজ্র কন্ঠে আওয়াজ তুলি,
চাই চাই হল চাই।
চাই চাই বাস চাই।

চাই চাই ক্যান্টিন চাই,
চাই চাই সুশিক্ষার পরিবেশ চাই।

 

লেখক: জুয়েল রানা, ব্যাবস্থাপনা বিভাগ (১৮-১৯)।

সাহিত্য বিভাগের আরো খবর