সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

"প্রাপ‍্যতা"

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২২

মিতা পোদ্দার

(উপেক্ষিত চা শ্রমিকদের স্মরনে)

 

ঘুম থেকে জেগে উঠে

তারে আমি খুঁজি,

এক চুমুকেই প্রশান্তি

এবার পেলাম বুঝি।

 

কাজের ভীড়ে সারাটি ক্ষণ

মাথা থাকে হট,

ঠিক তখনি চায়ের স্বাদ

খেয়ে নেই চটপট।

 

মাথা ব‍্যথার সেরা ঔষধ

চুম্বনেই পাই বুঝি,

সকাল থেকে সন্ধ‍্যা অব্দি

'চা'-কেই আমি খুঁজি।

 

চা শ্রমিকের নিপুণ  হাতে

আমার প্রশান্তি,

মজুরিতে তবে কেন

এদের ভোগান্তি?

 

রোদে পুরে বৃষ্টিতে ভিজে

এই শ্রমিকের কাজ,

নিম্ন মজুরি তবে কেন

পাচ্ছে এরা আজ।

 

তোমায় আমায় ভালো রাখতে

এদের অবদান,

যথার্থ মজুরিতে বাড়ুক

এই শ্রমিকের মান।

 

একুশে সংবাদ.কম/এ.হ.জা.হা

সাহিত্য বিভাগের আরো খবর