সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২ মে, ২০২৪

উচ্চশিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী রাশিয়া। বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজ্যান্ডার ম্যানটিসকি।

বৈঠকে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সায়েন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ার দূতাবাসের থার্ড সেক্রেটারি মি. অলেগ কজিন।


একুশে সংবাদ/ব.ন.জা/জাহা

জাতীয় বিভাগের আরো খবর