সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিষের পেয়ালা............

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০৬ পিএম, ২৫ জুলাই, ২০২১

অনেক আয়োজনেও

পাইনি গো তোমায়

পেয়েছি গভীর গহীনে

পেয়েছি আমি জাগরণে

কোন এক নিশুতি রাতে

উঁকি দিয়ে যাও বারংবার

এই হৃদয়ের বাতায়নে,

জীবনের আনন্দে পাইনা

গো সুখ পাই গো শুধু একফালি

আমাবশ্যার চাঁদ

আমার মত একাকী,

বসে আছি চুপটি করে

নাই কোন স্বাদ নাই কোন

আহ্লাদ,

এক উতপ্ত মরুভূমিতে

যেমন এক উড়ন্ত শকুন

, প্রতিদান চাইনি,

চাইনি কোন অনুদান চেয়েছিলাম

শুধু নিজের সন্মান, কি হাস্যকর !

এক টুকরো চাঁদেরও আছে অহংকার কিন্তু আমার ?

আমার নেই এসব কিছুই তারপরও

— কেন জীবন আমার মরন ভুমি হলো

অন্তরের হাহাকার হবেনা কি শেষ কোনদিন ?

এ কেমন ছলনা তোমার মোমের মতন পুড়িয়েছো

নিঃশেষিত প্রায়, আমার বাগানে বর্ণিল ফুলের সমাহার

অথচ হাতে তুলে দিয়েছো বিষের পেয়ালা,

আয়নায় তাকিয়ে দেখি শুধু নিজেকে নীল বেদনার প্রতিচ্ছবি...........

 

২৫ - ০৭ - ২০২১ ইং

সাহিত্য বিভাগের আরো খবর