সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

"নদীমাতৃক দেশ" -হরপ্রসাদ হালদার

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৪ জুলাই, ২০২১

মাতৃভূমির দেশটি মধুর,
নদীমাতৃক দেশ।
এঁকেবেঁকে চলছে নদী,
নাইকো তাহার শেষ।
পদ্মা-মেঘনা-যমুনা যেন,
বাঙালি মায়ের সুখ।
মাতৃ সুখে মাথা উঁচু করে,
গর্ব ভরি বুক।
জাল ফেলিয়া ইলিশ মাছ,
তুলছে জেলে ভাই।
বাজারেতে ভিড় জমেছে,
তুলনা তার নাই।
সোনার বাংলার নদী গুলো,
সৌন্দর্যের এই রাণী।
বুড়িগঙ্গা নদীর তীরে,
আমাদের রাজধানী।
আমার দেশের নদী গুলো,
স্মৃতির নাইকো শেষ।
তাইতো আমরা সবাই বলি,
নদীমাতৃক দেশ।

 


একুশে সংবাদ/সুশান্ত/প

সাহিত্য বিভাগের আরো খবর